• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর সাথে ডাঃ দীপু মনির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের জনগণ ও বৃহত্তর আওয়ামী পরিবারের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেছেন। গতকাল ৩ ডিসেম্বর সোমবার সকালে তিনি রাজরাজেশ^র ইউনিয়নের ২নং ওয়ার্ডের খানকান্দি, ৯নং ওয়ার্ডের চরল¹ীমারা, ৬নং ওয়ার্ডের বাশগাড়ী, ৭-৮নং ওয়ার্ডের দেওয়ানঘাট ও ১নং ওয়ার্ডের চিরারচরের দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মীর পরিবারের খোঁজ-খবরসহ তাদের সাথে কুশল বিনিময় করেন।
ডাঃ দীপু মনির সাথে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য দেলওয়ার হোসেন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, রাজরাজেশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন বেপারী, ছাত্রলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মোস্তফা মিজি, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী সরদার, মোঃ বাচ্ছু মিয়া প্রমুখ। ডাঃ দীপু মনি রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং তাদের পরিবারের সকল সদস্যের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

 

সর্বাধিক পঠিত