• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শহীদ রাজুর সমাধিতে ডাঃ দীপু মনি এমপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 স্বৈরাচার বিরোধী আন্দোলনে ’৯০-এর গণঅভ্যুত্থানে চাঁদপুরে নিহত শহীদ জিয়াউর রহমান রাজুর ২৮তম শাহাদাতবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ১৯৯০ সালের ২৮ নভেম্বর চাঁদপুর সরকারি কলেজ থেকে সর্বদলীয় ছাত্রঐক্য তৎকালীন স্বৈরাচার বিরোধী মিছিল বের করে। কলেজ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান রাজু পাটওয়ারী এ মিছিলের সম্মুখভাগে ছিলেন। এ মিছিলে পুলিশ গুলি চালালে রাজু গুরুতর আহত হয়ে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ ডিসেম্বর নিহত হন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল তার কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন ডাঃ দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরণ দাশ, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য আইয়ুব আলী বেপারী, দেলোয়ার হোসেন সরকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলনসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত