• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় মেলা মঞ্চে আগরতলা শিল্পীদের সম্মাননা প্রদান

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে গতকাল রোববার সন্ধ্যায় ভারতের আগরতলার ইনস্ট্যান্ট ডায়াগনস্টিক সার্ভিসের ২৭ বছর পূর্তি উপলক্ষে ইনস্ট্যান্ট ও আওয়াজের যৌথ উদ্যোগে সতীশ ইনস্ট্যান্ট শারদ সম্মাননা ও নিলীমা ইনস্ট্যান্ট শিল্পীদের সম্মাননা দেয়া হয়েছে। এটি যেনো এপার বাংলা ওপার বাংলার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের একটি নিদর্শন।
    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, আগরতলার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাকা কচুয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণোধন দেব, বিজয় মেলার চেয়ারম্যান মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, সাবেক চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহা, বিজয় মেলা স্মৃতিচারণ পরিষদের  আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার এবং সতীশ ইনস্ট্যান্ট শারদ সম্মাননা ও নিলীমা ইনস্ট্যান্ট শিল্পী সম্মাননার কর্ণধার ড. উত্তম সাহা সাগর।
    বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাশর্^বর্তী দেশ ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল। তখন আমরা আগরতলার বিভিন্ন ক্যাম্পে শরণার্থী হিসেবে আশ্রয় নেই। তাছাড়া এদেশের মুক্তিযোদ্ধাদের ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণের জন্যে আমরা নিয়ে গিয়েছিলাম। অসুস্থ সন্তানের চিকিৎসা না করে সেদিন আমরা মুক্তিযোদ্ধাদের পথ দেখিয়েছিলাম। আমরা অনেকে মুক্তিযুদ্ধ না করলেও মুক্তিযোদ্ধাদের সাহস ও শক্তি জুগিয়েছি। তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণের জন্যে আগরতলার বিভিন্ন ক্যাম্পে পাঠিয়েছিলাম।
    সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্মারক সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, কচুয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণোধন দেব। গুণী শিল্পী সম্মাননা পেয়েছেন চম্পক সাহা, রূপালী চম্পক, তাহমিনা হারুন, স্বপন সেনগুপ্ত ও কৃষ্ণা সাহা। চাঁদপুর জেলার সেরা ক’টি পূজাম-প হিসেবে সম্মাননা পেয়েছে কচুয়ার রাধা মাধব সেবাশ্রম দুর্গা মন্দির, কড়ইয়া সার্বজনীন দুর্গা মন্দির, কান্দারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, রাধাকৃষ্ণ দুর্গা মন্দির, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া ও দাসপাড়া দুর্গোৎস কমিটি, চাঁদপুর শহরের গুয়াখোলা দুর্গা মন্দির, কালীবাড়ি পূজারীবৃন্দ, গোপাল জিউড় আখড়া, মিনার্ভা দুর্গা পূজা উদযাপন পরিষদ, বাবুরহাট সার্বজনীন দুর্গা পূজা উদ্যাপন পরিষদ, হাজীগঞ্জ উপজেলা ত্রিনয়নী সংঘ ও নব দুর্গা সংঘ। সম্মাননা অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করে ড. উত্তম সাহা সাগর ও সুপর্না দেবনাথ।

 

 

সর্বাধিক পঠিত