চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৮-এর শুভ সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান
বিজয়ের মাসের প্রথম দিনটিতে একটা ক্ষণ তৈরি করা একটা জাতির, একটা সমাজের, একটা জেলার জন্যে অত্যন্ত গর্বের এবং সুনামের
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৮-এর শুভ সূচনা করা হয়েছে। গতকাল ১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় হাসান আলী সরকারি হাই স্কুল মাঠের সুসজ্জিত মেলা মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গৌরবের বিজয় মেলার ২৭ বছর পূর্তির এই শুভ সূচনা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলা কমিটির উপদেষ্টা জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ মেলার এতো সুন্দর আয়োজন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। এতো সুন্দর লেখা ও সাজসজ্জা সম্বলিত মঞ্চ আগে কখনো দেখিনি। এখানে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এছাড়া রয়েছে দেশপ্রেম, দেশের প্রতি মমত্ব ও ভালোবাসা। একখ- হৃদয় ধারণ করা বাংলাদেশ এ মেলার ছবিগুলোতে ফুটে উঠেছে। মেলার সর্বত্র লাল-সবুজ পতাকা মিশে আছে । জাতির পিতা বঙ্গবন্ধু যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের সামনে।
বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক বলেন, এতো সুন্দর অনুষ্ঠান আয়োজন সত্যিকারের দেশপ্রেম, গভীর ভালবাসা, মেধা না থাকলে করা যায় না। আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের মানুষ বাংলাদেশের অনেক ক্ষেত্রে নেতৃত্ব দেয়। আমার কাছে মনে হয়, বিজয়ের এই মাসের প্রথম দিনটিতে এমন একটা ক্ষণ তৈরি করা একটা জাতির জন্যে, সমাজের এবং একটা জেলার জন্যে অত্যন্ত গর্বের এবং সুনামের । এ জেলায় কাজ করতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপ্রধানের বক্তব্য রাখেন মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সংগ্রাহক মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন মজুমদার, মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সহ-সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, উদ্যাপন কমিটির চেয়ারম্যান মহসীন পাঠান, ভাইস চেয়ারম্যান অজিত সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবুল হাশেম ভূঁইয়া, সদর উপজেলা সহকারী কমান্ডার আঃ রশিদ খান, ছানাউল্লাহ খান, মুক্তিযুদ্ধে চাঁদপুর ইতিহাস বইয়ের লেখক ডাঃ দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মুজিবুর রহমান, মেলার সাহিত্য ও প্রকাশনা পরিষদের আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বডুয়া, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, যুগ্ম আহ্বায়ক কৃষ্ণা সাহা, অভ্যর্থনা পরিষদের সদস্য সচিব ইসমত আরা সাফী বন্যা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, বঙ্গবন্ধু লেখক পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সামীম আহমেদ খানসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেলা কমিটির মহাসচিব হারুন আল রশীদ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৮, চাঁদপুর উদ্যাপন পরিষদ প্রকাশিত স্মরণিকা ‘বিজয়’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠানসূচি অনুযায়ী রক্তদাতা সংস্থা ’জীবনদীপ’-এর আলোচনা এবং মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট অনুষ্ঠান পরিবেশন করে। অগণিত দর্শক মেলা মাঠে উপস্থিত থেকে মেলার সূচনা অনুষ্ঠান এবং মেলার কার্যক্রম উপভোগ করেন।
উল্লেখ্য, বিজয়ের মাসের ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৮-এর শুভ সূচনা হয়েছে। ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন মেলা কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ দীপু মনি, এমপি। এই মেলা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।