চাঁদপুরে নিসচার রজতজয়ন্তীতে র্যালি ও আলোচনা সভা
চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর রোটারী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, দেশের নামকরা অভিনেতা ইলিয়াছ কাঞ্চন দীর্ঘ ২৫ বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন। এক সময় যেটি ছিল শুধুই ইলিয়াছ কাঞ্চনের দাবি, বর্তমানে তা আজ দেশের প্রতিটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। আমরা মনে করি, ইলিয়াছ কাঞ্চন যেটি ২৫ বছর আগে বুঝেছিলেন, সেটি বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তাই আমরা তার দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরাও নিরাপদ সড়কের জন্যে কাজ করতে চাই।
নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহীউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ আবদুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, নুরজাহান বেগম, আল-মামুন ও সাংবাদিক আবু সুফিয়ান।
এছাড়াও র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, যুগ্ম-সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, নিসচা জেলা শাখার সহ-সভাপতি নাছির আহমেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মুসলিম মিয়াজী, প্রকাশনা সম্পাদক আঃ খালেক, মহিলা সম্পাদিকা মাহমুদা খানম, সাংস্কৃতিক সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, সদস্য মোঃ শরিফুল ইসলাম, অমিত সরকার, শাহীন আলম, জামাল হোসেন বাবু ও মোঃ রিপনসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।