• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় মেলার প্রথম দিনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুক্তিযদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় প্রথম দিনেই সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রাত সাড়ে ৮টায় বিজয় মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন চিত্রশিল্পী সাহাবউদ্দিন মজুমদার। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আগরতলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সাগর সাহা প্রমুখ। এ সময় বিজয় মেলার পক্ষ থেকে ডাঃ সাগর সাহা ও পরিবারবর্গকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে কোটপিন প্রদান করা হয়।
    সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার ও সদস্য সচিব মৃনাল সরকারের পরিচালনায় শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, পীযূষ কান্তি রায় চৌধুরী, কৃষ্ণা সাহা, তাহমিনা হারুন, অনিতা কর্মকার, রুমা সরকার, মৃনাল সরকার, বিশ্বজিৎ কর রানা, খোকন ও সোমা দত্ত। নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গনের গীতি সানন্দা অথৈ, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের রাব্বি, ফিরোজ, সাকিব, সজিব, সামান্তা, খুশি, আরবী, ফারজানা ও রুবা,  নৃত্যধারার আরিফ, এশা, হৃদিতা, রিয়া, জেরিন, রাত্রী প্রমুখ। যন্ত্র সংগীতে ছিলেন সৈকত মজুমদার, শুভ্র রক্ষিত, এমএইচ বাতেন, রাজিব চৌধুরী ও আফসার বাবু।

সর্বাধিক পঠিত