তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া
হাইমচরে ডাঃ দীপু মনির উন্নয়ন চির স্মরণীয় হয়ে থাকবে
হাইমচর উপজেলা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া বলেছেন, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি হাইমচরে যে উন্নয়ন করেছেন, তা হাইমচরবাসী চিরদিন স্মরণ রাখবে। ডাঃ দীপু মনির সব অর্জন ও উন্নয়ন কিছু দুর্নীতিবাজের কারণে ভুলের বালুচরে অনেকটা ঢাকা পড়ে গিয়েছিলো। আর তারাই ডাঃ দীপু মনি এমপিকে ভুল বুঝিয়ে তাঁর কাছে আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। অথচ ডাঃ দীপু মনি একজন ক্লিন ইমেজের নেত্রী। আমরা অতীত সব ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনা যাঁকে নৌকার মাঝি বানিয়েছেন ঐক্যবদ্ধভাবে তাঁর বিজয়ে সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ।
গতকাল ৩০ নভেম্বর বিকেলে চরশোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপ্রধানে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চোকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির আহম্মেদ বাচ্চু পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক সবুজ পাটওয়ারী, সদস্য খালেক আখন, ৫নং হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জুলহাস সরকার, ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সফিউল্লা মন্টু পেদা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম পাটওয়ারী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, ২নং উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন শিকদার, সহ-সভাপতি মোঃ রবিউল শিকদার, সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ লিটন, ৪নং নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নোয়াব মোল্লা, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম লিটন শিকদার, মুক্তিযোদ্ধা সিরাজ পাটওয়ারী, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ সোলাইমান ঢালী, যুবলীগ নেতা নজির গাজী, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন বেপারী, ডাঃ লিটন, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম মিজি, বিশিষ্ট ব্যবসায়ী গণি মিয়া ছৈয়াল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি রাসেল বেপারী, তরুণ লীগ সভাপতি মিজান মাল প্রমুখ।
আলোচনা সভায় মোবাইলে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী।