আজ মুক্তিযুদ্ধের বিজয় মেলার চূড়ান্ত প্রস্তুতি সভা
বিগত বছরের ন্যায় এ বছরও চাঁদপুর শহরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৭তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
আগামীকাল ১ ডিসেম্বর থেকে বিজয় মেলা কার্যক্রম শুরু করা হবে এবং ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইতিমধ্যে মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই লক্ষ্যে আজ ৩০ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে চূড়ান্ত প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।
এ সভায় মেলার স্টিয়ারিং কমিটি, উদ্যাপন পরিষদ ও সকল উপ-পরিষদের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মেলা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও মহাসচিব হারুন আল রশীদ।