হরিসভা মন্দির কমপ্লেক্সে পাথরের কালীমূর্তি স্থাপন
উৎসবমুখর পরিবেশে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের কালীমন্দিরে স্থাপন করা হয়েছে পাথরের কালীমূর্তি। ফলে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হলো ভক্ত হৃদয়ের। ভারতের পশ্চিমবাংলা থেকে আনীত শ্রীশ্রী কালীমায়ের মূর্তি স্থাপনপূর্বক মহাঅভিষেক ও প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর বুধবার থেকে ৩ দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পূজা, হোম, যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, গঙ্গা আবাহন থেকে শুরু করে মহাপ্রসাদ বিতরণ। প্রতিটি অনুষ্ঠানকে ঘিরেই ছিলো ভক্তদের ব্যাপক উপস্থিতি। গতকাল ২৯ নভেম্বর সকালে গঙ্গা আবাহনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের মহাশক্তির অভিষেক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শুরু হয় শ্যামা সংগীত, রাত ১০টায় শুরু হয় মহাশক্তির পূজা। ভোরের আলো ফুটবার আগেই সমবেত পুষ্পাঞ্জলি প্রদান ও ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় পূজা।
আজ শুক্রবার দুপুরে মহাশক্তির রাজভোগ শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাদ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেশের প্রখ্যাত লালনশিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল অনুষ্ঠান চলাকালীন ভক্তবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, সহ-সম্পাদক লিটন মজুমদার, প্রকাশনা সম্পাদক কার্তিক সরকার, সহ-প্রকাশনা সম্পাদক অমিত কুমার ঘোষ, সহ-প্রচার সম্পাদক নেপাল চন্দ্র সাহা, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা, সদস্য শেখর পাল, পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মহাদেব দত্ত, পুরাণবাজার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস, ব্যবসায়ী টিটু সাহা, জয়দেব সাহা, মা কালী মন্দির কমিটির গোবিন্দ সাহা (কলিকাতা), টুটুল বণিক, মনোতোষ সাহা, সুমন সাহা, সুকুমার সাহা, সঞ্জীব সাহা, প্রদীপ রায়, বাপ্পী বণিক, অমিত সাহাসহ কালী মন্দির কমিটির অন্য নেতৃবৃন্দ। মহাঅভিষেকসহ পূজায় পৌরোহিত্য করেন প-িত শঙ্কর চক্রবর্তী, পরেশ চক্রবর্তী, বাসুদেব চক্রবর্তী ও কেদারনাথ চক্রবর্তী। তাদেরকে সহযোগিতা করেন প্রসেনজিৎ চক্রবর্তী ও পবিত্র চক্রবর্তী।