• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় দুঃস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও ‘সবাই মিলে পণ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর বাজারে বেসরকারি সংস্থা আয়মান ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুইশ’ দুঃস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান শরীফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বশির উল্যাহ, নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ খন্দকার, ইউপি সদস্য মানিক তালুকদার, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক শিব্বির আহমেদ প্রমুখ।

সর্বাধিক পঠিত