• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেজর (অবঃ) রফিকের সমর্থনে হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের মতবিনিময়কালে বক্তারা

আমরা প্রমাণ করবো নৌকাই মানুষের আস্থার প্রতীক

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সমর্থনে হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম আখন্দ। জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌসী আক্তারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রাশেদা ইউছুফের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমাম, সাধারণ সম্পাদক আয়েশা রেদওয়ান সিমুসহ হাজীগঞ্জ পৌর ও শাহরাস্তি উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাজীগঞ্জের কৃতী সন্তান মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর প্রতীককে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদান করে হাজীগঞ্জবাসীকে যে সম্মান প্রদান করেছেন আমরা এজন্যে তাঁর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা রফিকুল ইসলাম বীর প্রতীককে নির্বাচিত করে প্রমাণ করবো নৌকা প্রতীকই এদেশের মানুষের আস্থার প্রতীক।
    তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। যে দলের প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ দলকে মানুষ আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে এটাই বাস্তবতা। কোনো ষড়যন্ত্র করেই তা রোধ করা যাবে না। নেতৃবৃন্দ এজন্যে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। মতবিনিময় সভায় মহিলা আওয়ামী লীগের ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

সর্বাধিক পঠিত