• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এর সাবেক লেকচারার মোঃ নূরুল ইসলামের ইন্তেকাল

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ১২:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এর সাবেক লেকচারার মোঃ নূরুল ইসলাম (৭০) গত ২৫ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। পরদিন ২৬ নভেম্বর বাদ যোহর রাজারগাঁও বায়তুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পূর্ব রাজারগাঁও তপাদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
    জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাবেক অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার (বিমান) মোঃ ইউসুফ খান, সাবেক জেলা সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, রাজারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের তপাদার, রাজারগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কাজী, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ মিজানুর রহমান তালুকদার, রাজারগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, সমাজসেবক মোঃ কামরুজ্জামান নেছার, মোঃ সিরাজুল ইসলাম মুন্সীসহ এলাকার সকল মুসল্লি উপস্থিত ছিলেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।  
   

সর্বাধিক পঠিত