• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বাসায় চিরকুট রেখে কলেজ ছাত্র উধাও

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ২২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে বাসায় চিরকুট রেখে অজানায় ভ্রমণের উদ্দেশ্যে পারি জমিয়েছেন ইব্রাহীম(১৮) নামের এক কলেজ ছাত্র।এ নিয়ে গত ২৭ নভেম্বর মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারন ডায়রি হয়েছে।জানা যায়,গত ২৬ নভেম্বর বিকেলে চাঁদপুর আলআমিন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র ইব্রাহীম দিনের কোন এক সময় বাসা থেকে বের হন।পরে

দিন পেরিয়ে গভীর রাত হলেও তাঁকে বাসায় দেখতে না পেয়ে চিন্তিত হয় তাঁর পরিবার।পরে বাসায় ইব্রাহীমের থাকার কক্ষে তার খাটের উপর একটি চিরকুট পরিবারের লোকজনের চোখে পড়ে।যেটাতে লেখা ছিলো অামি বাসা থেকে অজানায় ভ্রমনের উদ্দেশ্যে পারি জমাচ্ছি।অামাকে খুঁজো না।অামি অামার সময়মতো বাসায় ফিরবো।এদিকে ইব্রাহীমের বাসা হচ্ছে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী ব্রিজ সংলগ্নে।এভাবে কাউকে না বলে বাসা থেকে উদাও হওয়াটা তাঁর পরিবারের লোকজনকে ভাবিয়ে তুলেছে।তাঁকে পারা-প্রতিবেশি,অাত্বিয় স্বজন সব জায়গায় খুঁজেও পায়নি।সেজন্য থানার স্বরনাপন্ন হয়েছে ইব্রাহীমের চিন্তিত বাবা-মা ও স্বজনরা।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এ প্রতিবেদক কে জানিয়েছেন,নিখোঁজের সংবাদ টি অামরা শুনার পর থানায় ডায়রি করে নিয়েছি।অামরা ওই নিখোঁজ ইব্রাহীমের সেল ফোনটিও বন্ধ পাচ্ছি।অামরা ইব্রাহীমের নাম ও ঠিকানা ছবিসহ অামাদের সকল থানায় পৌঁছে দিয়েছি।অামরা তাঁকে খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছি।নিখোঁজ ইব্রাহীমের বাবা হাজি আবদুল কাদির মাল এ প্রতিবেদককে জানান,ইব্রাহীম অামার একমাত্র ছেলে।ও কাউকে না বলে যে বাসা থেকে সেই যে গেছে অার বাসায় ফিরেনি।ওর নির্বাচনী পরীক্ষা চলমান রেখে ও নিখোঁজ হওয়ায় অামি এবং তার মা সহ সবাই চিন্তায় রয়েছি। অামি অামার একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় গত ২৭ নভেম্বর একটি সাধারণ ডায়রি করেছি।কোন সুহৃদয়বান ব্যক্তি যদি ইব্রাহিমের খোঁজ
পান।তাহলে তাকে বাড়িতে আসার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।এছাড়া ০১৭৭৬১৭৪২১৩ মোবাইলে জানাবেন বা পুলিশের থানায় অবহিত করার অনুরোধ জানাই।
 

সর্বাধিক পঠিত