• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পীর মাশায়েখরদন সাথে সাক্ষাৎ ও মাজার জেয়ারত করলেন ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দীপু মনি গতকাল মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসার ও হাইমচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বিভিন্ন পীর মাশায়েখের দরবারে গিয়ে তাঁদের সাথে সাক্ষাৎ করেন এবং মাজার জেয়ারত করেন। তিনি বিকেলে ফরিদগঞ্জের সকদী রামপুর চান্দ্রা দরবার শরীফে গিয়ে দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হযরতুল আল্লামা শাহসুফী সাইফুল্লাহ নকশবন্দী, মোজাদ্দেদী (রঃ)-এর মাজার জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। দোয়া ও মোনাজাত করেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর হযরতুল আল্লামা এসএম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী (মাঃ জিঃ আঃ)। তিনি দরবার শরীফে ডাঃ দীপু মনি এমপিসহ তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান এবং সকলকে আপ্যায়ন করান। বাদ মাগরিব ডাঃ দীপু মনি সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফে জিয়ারতে যান। তিনি দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কুতুবুল ইরশাদ খাজা আহমদুর রহমান নকশবন্দী মোজাদ্দেদী (রঃ) এবং তাঁর সাহেবজাদা আল্লামা খাজা আবু তাহের (রঃ)সহ অন্য আওলাদগণের মাজার জিয়ারত করেন ও ফাতেহা পাঠ করেন। এখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের। এছাড়া তিনি বাগাদী দরবার শরীফে গিয়ে মাজার জেয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন।
ডাঃ দীপু মনির সাথে সফরসঙ্গী ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নূর খান, সদস্য নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা নূরুল হায়দার সংগ্রাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন প্রমুখ।

 

সর্বাধিক পঠিত