• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্থানীয় সরকার প্রকল্পের ষান্মাসিক পর্যালোচনা সভা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে এএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : জেলা প্রশাসক

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার’ (ইএএলজি) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে উপজেলা, ইউনিয়ন পরিষদ ও ইএএলজি প্রকল্পের ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২৬ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে এএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। তথ্য অবহিত করার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপ্রধানে ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নুরউদ্দীন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এসএম শাহরিয়ার রহমান, নিকোলাস বিশ^াস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

 

সর্বাধিক পঠিত