মনোনয়নে একটি নাম লেখা থাকলেও আমি মনে করি চাঁদপুর-হাইমচরের প্রতিটি মানুষের নাম এখানে আছে : ডাঃ দীপু মনি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
'আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ, আমার দলের প্রত্যেক নেতা-কর্মীর কাছে কৃতজ্ঞ এবং চিরঋণী যে, তাঁরা আমাকে বিগত দশ বছর তাঁদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছেও কৃতজ্ঞ। পর পর দু'বারের পর তৃতীয় বারের মতো আবারো আমাকে নেত্রী নৌকার মনোনয়ন দিয়ে চাঁদপুর ও হাইমচরবাসীর কাছে পাঠিয়েছেন। তবে এ কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মনোনয়নে একটি নাম লেখা থাকলেও আমি মনে করি চাঁদপুর-হাইমচরবাসীর প্রতিটি মানুষের নাম এখানে আছে। আমার দলের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষ এ নৌকার মালিক। তাই সকলের সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতায় নৌকার বিজয় ইনশাআল্লাহ হবে।'
চাঁদপুর-হাইমচরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশাল সমাবেশে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি গত রোববার দলের মনোনয়নের চিঠি গ্রহণ করে গতকাল সোমবার ঢাকা থেকে চাঁদপুর আসেন। মনোনয়ন নিয়ে ডাঃ দীপু মনি চাঁদপুর আসছেন এ সংবাদে অসংখ্য নেতা-কর্মী ও অগণিত মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। চাঁদপুর লঞ্চঘাটে তাঁকে স্বাগত জানিয়ে সমবেত জনস্রোত তাঁকে নিয়ে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এসে মিলিত হয়। আর এখানে আগ থেকেই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে আসার পর ডাঃ দীপু মনিকে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের পর নতুনবাজার কদমতলা এলাকায় নিজ বাসার সামনে হাজারো নেতা-কর্মীর উদ্দেশ্যে ডাঃ দীপু মনি বক্তব্য রাখেন।
ডাঃ দীপু মনি তাঁর বক্তব্যে আরো বলেন, গত দশ বছরে চাঁদপুর-হাইমচরসহ সারাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশের প্রতিটি মানুষের কাছে নৌকা মার্কায় একটি করে ভোট প্রার্থনা করছি। দেশবাসীর ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে এবং জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তিনি মহান রাব্বুল আলামীনের প্রতি অসংখ্য শোকরিয়া আদায় করে বলেন, আল্লাহ যদি কবুল করেন আর আপনাদের দোয়া এবং সহযোগিতা যদি থাকে, তাহলে আপনাদের বোন, আপনাদের মেয়ে হিসেবে আপনাদের পাশে সবসময় থাকতে চাই। সর্বক্ষণ প্রতিটি মুহূর্তে আপনাদের জন্যে কাজ করতে চাই। আপনাদের দোয়া এবং পরিশ্রমের স্বীকৃতিই হচ্ছে গত দশ বছর আপনাদের সেবা করার পর তৃতীয়বারের মতো সেবা করার সুযোগ সৃষ্টি হওয়া। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের রাজনীতি যেহেতু সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্যে, তাদের কল্যাণের জন্যে, তাই সতর্ক থাকতে হবে আমাদের কোনো কর্মকা-ের দ্বারা জনগণের যাতে কোনো দুর্ভোগ বা কষ্ট না হয়। তিনি এই সমাবেশে অংশ নেয়া দলের সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের দীর্ঘপথ জুড়ে সমাগমের কারণে পথচারী ও যানবাহনে থাকা যাত্রীদের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্যে দুঃখ প্রকাশ করে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।
এ দু'টি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া চাঁদপুর জেলা, চাঁদপুর সদর, পৌর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।