• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করায় শেখ হাসিনাকে সুজিত রায় নন্দীর অভিনন্দন

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করায় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
গতকাল ২৫ নভেম্বর রোববার সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে সারাদেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে চাঁদপুরের ৫টি আসনের মনোনীত প্রার্থীর নামও ঘোষণা করা হয়। এঁরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া) ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম এমপি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি ও  চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এক অভিনন্দনবার্তায়  চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আওয়ামী লীগের বিকল্প নেই।

সর্বাধিক পঠিত