১ ডিসেম্বর থেকে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
বিগত বছরগুলোর ন্যায় এ বছরও চাঁদপুর শহরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আগামী ১ ডিসেম্বর থেকে মেলার কার্যক্রম শুরু হবে। ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে এ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগামী ২/১ দিনের মধ্যে মেলা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।
এ বছরও বিজয় মেলা মাঠে ১শ’ ৩০টি বাণিজ্যিক স্টল স্থান পাবে। এছাড়াও থাকবে মহান মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে স্মৃতি সংরক্ষণের একটি বিশাল চিত্র প্রদর্শনী স্টল। গেটের দু’পাশে থাকবে পুলিশ কন্ট্রোল রুম। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং চাঁদপুরের সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলোর নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্যে থাকবে বিশাল আকারের একটি মঞ্চ।
বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও মহাসচিব হারুন আল রশীদ জানান, বিগত বছরের ন্যায় এ বছরও মুক্তিযুদ্ধের বিজয় মেলা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাঠেই অনুষ্ঠিত হবে। আমরা চাই প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনকের ভাষণের পর চাঁদপুরের মুক্তিযোদ্ধারা এই মাঠে (হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) প্রথম প্রশিক্ষণ শুরু করে। এখানে প্রশিক্ষণ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই এ হাসান আলী মাঠটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আছে। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া চাঁদপুরের এ বিজয় মেলা এ বছর ২৭তম মেলায় এসে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোর মতো এবারো বিজয় মেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে চাঁদপুরের সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলো তাদের পরিবেশনাগুলো উপস্থাপন করবে। মেলায় চাঁদপুর ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর ও বরিশালসহ বিভিন্ন জেলা থেকে স্টল মালিকরা তাদের পসরা সাজাবে।
আগামী ১ ডিসেম্বর মাসব্যাপী এ বিজয় মেলার শুভ সূচনা করবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যরা। ৮ ডিসেম্বর চাঁদপুরমুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধক থাকবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
এ বছরও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। এছাড়া আগরতলার ত্রিপুরার স্বতীষ ইনস্ট্যান্ট শারদ সম্মাননা ও মতলবের আলো সেরা কণ্ঠ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে দোয়েল সাংস্কৃতিক সংগঠন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, স্বদেশ সাংস্কৃতিক সংগঠন, অগ্নিবীনা সাংস্কৃতিক সংগঠন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, খেলাঘর জেলা কমিটি, শিশু একাডেমি, বিবেকানন্দ যুব সংঘ, নৃত্যধারা, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর, চাঁদপুর মঞ্চ, শারদাদেবী সঙ্গীত নিকেতন হাজীগঞ্জ, ঝিলমিল সাংস্কৃতিক সংঘ কচুয়া, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চাঁদপুর ললিতকলা, সংগীত নিকেতন, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি, বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন, নবজাগরণ সাংস্কৃতিক সংগঠন, রক্সি মিউজিক্যাল গ্রুপ, উদীচী চাঁদপুর, স্বাধীন বাংলা থিয়েটার, বাংলাদেশ হাওয়াইইন গিটার শিল্পী পরিষদ, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠন, নটমঞ্চ চাঁদপুর, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, মৃত্তিকা মিউজিক একাডেমি, উদয়ন সঙ্গীত বিদ্যালয়, নতুনকুড়ি সাংস্কৃতিক সংগঠন, নৃত্যাঙ্গন, চাঁদপুর ড্রামা, সুরধ্বনি সঙ্গীত একাডেমি, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, রঙের ঢোল ও বিজয় দিবসে জেলা শিল্পকলা একাডেমি।