• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইফার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ১০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে ইফার কার্যালয়ে সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার দিনব্যাপী কেরাত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, বুধবার সকালে সফিনা খতম ও বাদ আছর শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফার উপ-পরচিালক মুহাম্মদ আবদুস সামাদ। প্রধান অতিথি ছিলেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ সামছুদ্দিন।
ইফার হিসাবরক্ষক মোঃ আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মধ্য ইচলী পাকা জামে মসজিদের ইমাম মাওঃ মোহাম্মদ উল্লাহ। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মাওঃ গোলাম মোস্তফা। মিলাদ-কিয়াম পরিচালনা করেন শেখেরহাট জামে মসজিদের খতিব মাওঃ আকতার হোসেন। মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওঃ পীরজাদা খাজা যোবায়ের। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত