হাজীগঞ্জে দুই ম্যাজিস্ট্রেটের দিনভর ব্যানার-ফেস্টুন অপসারণ
গতকাল সোমবার দিনভর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী এই দুই নির্বাহী ম্যজিস্ট্রেট আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর দলীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করেছেন। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের ব্যানার-ফেস্টুন অপসারণ না করার কারণে ম্যাজিস্ট্রেটদ্বয় এই ব্যানার-ফেস্টুন অপসারণ করেন। অপসারণ কাজে সহযোগিতা করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন।
এদিন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে ধেররা বাজার, বলাখাল বাজার, কৈয়ারপুল বাজার, কৈয়ারপুল রেললাইন সংলগ্ন এলাকা ও বাকিলা বাজার পর্যন্ত সড়কের দু পাশের রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ করেন। এই ম্যাজিস্ট্রেট একই সময় হাজীগঞ্জ বাজারের সড়কের দু পাশের ফুটপাত দখলমুক্ত করেন। অপসারণ কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইনশৃঙ্খলা রক্ষার কাজের তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (ট্রাফিক সার্জেন্ট) রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক বেলাল হোসেন।
একইদিন দুপুর ১টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া আলীগঞ্জ থেকে শুরু করে হাজীগঞ্জ বাজার এলাকা পর্যন্ত ব্যানার-ফেস্টুন ও ফুটপাত দখলমুক্ত করেন। একই সময় ফুটপাতে ফের কোনো সামগ্রী না রাখার জন্যে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া বলেন, রাজনৈতিক দলগুলো তাদের স্ব স্ব ব্যানার-ফেস্টুন যথাসময়ে না সরানোর কারণে আমাদেরকে তা অপসারণ করতে হচ্ছে।