দুই অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ৪
চাঁদপুর শহরের ইলিশ চত্বর এলাকায় ব্যাটারীচালিত ২টি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, চেয়ারম্যানঘাট এলাকা থেকে বিষ্ণুদী মৃধা বাড়ির রিয়াদ হোসেন মৃধা (২০) ৬জন যাত্রী নিয়ে অটোবাইক চালিয়ে শহরের কালীবাড়ির উদ্দেশ্যে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি অটোবাইক এসে রিয়াদ মৃধার বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদপুর মডেল থানার কনস্টেবল রাহেল মৃধা (২৭), ফরিদগঞ্জের পূর্ব আলোনিয়া গ্রামের শাহজাহান মিয়ার শিশু কন্যা মুনাইয়া (৬), চাঁদপুর এসএ পরিবহনে কর্মরত ধানুয়া এলাকার রুবেল (২৮) ও অটোচালক রিয়াদ মৃধা মারাত্মক আহত হন। শিশু মুনাইয়ার একটি হাত ভেঙ্গে যায়। পুলিশ সদস্য রাহেল পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। অটোচালক রিয়াদ মৃধা ও এসএ পরিবহনে কর্মরত রুবেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।