রোভারিংয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা রোভারের সাইকেল র্যালি
রোভার স্কাউট আন্দোলনের শতবর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা রোভারের পরিচালনায় ১০ জন রোভার সাইকেল চালিয়ে চাঁদপুর থেকে কুমিল্লা হয়ে ঢাকায় যাবেন। এ সময় তারা সমাজসেবামূলক স্লোগান দিবেন। গতকাল ৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের শপথ চত্বর থেকে সাইকেল র্যালি যাত্রা শুরু করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর মোঃ মাজেদুর রহমান খান এ সাইকেল র্যালি উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলা রোভারের সহকারী কমিশনার শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ রফিক উল্লাহ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মোঃ জালাল উদ্দিন চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদার, কোষাধ্যক্ষ রূপক রায়, জেলা রোভার সম্পাদক মোঃ আখতারুজ্জমান, অফিস ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, স্কাউট লিডার মোঃ শাহ আমানত উল্লাহ ও জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের মোঃ রহমত উল্লা শহীদ। উক্ত সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন মোঃ আবদুল্লাহ, শহীদ জাবেদ মুক্ত রোভার স্কাউট গ্রুপের মোঃ সাইফুল ইসলাম, আল-আমিন স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের মাইনুল ইসলাম সাফি, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট দলের মোঃ নাঈম হোসেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট দলের মাজেদ হোসেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট দলের মোঃ নাজমুল হোসেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট দলের ইমতিয়াজ আহমেদ, হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট দলের রিয়াদ হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজ রোভার স্কাউট দলের যোবায়ের।