• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ)-এর সহধর্মিণীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১০:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ)-এর সহধর্মিণী স্বর্গীয় মিনু দাসের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ নভেম্বর সোমবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের স্বর্গীয় গকুল বিহারী দাসের বাড়িতে এ শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    প্রয়াত মিনু দাসের বিদেহী আত্মার পারলৌকিক সদগতি ও শান্তি কামনা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউর রহমান জিলানী, পেট্রো বাংলার সাবেক চেয়ারম্যান মেজর (অবঃ) মোক্তাদির আলী, বিমান বাংলাদেশ-এর সাবেক পরিচালক মেজর (অবঃ) মোঃ আব্দুস সালাম, শিল্পপতি প্রবীর কুমার সাহা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সনাক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প-িত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ (জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী), হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সদস্য অর্পণা মজুমদার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ (চাঁদপুর চেম্বার সহ-সভাপতি), যুগ্ম সম্পাদক বিমল চৌধুরী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি ও চাঁদপুর চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, হাইমচর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, চাঁদপুরের ব্যবসায়ী রফিকুল ইসলাম রতন, জেলা পূজা কমিটির সদস্য তমাল ভৌমিক, নেপাল সাহা, লিটন মজুমদার,  কৃষ্ণা সাহা, তাপস রায় প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
    মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ), জামাতা ইঞ্জিনিয়ার সুজয় পাল ও কন্যা অণুভা দাস (দোলা) উপস্থিত সকলকে অভ্যর্থনা জানান এবং আপ্যায়নের তদারকি করেন।
    উল্লেখ্য, মিনু দাস গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ইহকালের মায়া-মমতা ত্যাগ করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পরলোকগমন করেন।

 

সর্বাধিক পঠিত