• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে প্রথম আলো-পুষ্টি স্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ০৮:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো-পুষ্টি স্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী এ প্রতিযোগিতার সূচনা হয়। প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মঈনুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো ব্র্যান্ড এন্ড অ্যাক্টিভেটের প্রধান কবির বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, পুষ্টির সেলস্ ম্যানেজার সমর ঘোষ, প্রথম আলো ঢাকা বন্ধুসভার ফরিদ আহমেদ প্রমুখ।
এরপর স্কুল মিলনায়তনে গ্রুপভিত্তিক জেলার ১০টি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম আলো-পুষ্টি স্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ চক্রবর্তী, বিতর্ক অনুষ্ঠানের প্রধান বিচারক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, বিচারক হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল হক, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদুর রহমান ও পুরাণবাজার মধূসূদন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাফিয়া আক্তার। অনুষ্ঠানে প্রথম আলোর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি গান গেয়ে শোনান গীতিকার কবির বকুল, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল হাসান ও লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার। পরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ক্রেস্ট, সনদ ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
এই বিতর্কে চ্যাম্পিয়ন হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় বাবুরহাট স্কুল এন্ড কলেজ।

 

সর্বাধিক পঠিত