ঘাসফড়িং সামাজিক সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপিং এবং বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী পূজার দিন ১৭ অক্টোবর পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন দাসপাড়া কালীমন্দির পূজা ম-পের পাশে চাঁদপুর ঘাসফড়িং সামাজিক সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম। গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি সজীব দাস এবং সাধারণ সম্পাদক রণজিৎ দাস। এরপর সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সীমাবদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন এবং প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আরকে রাজু।
প্রধান অতিথিকে সম্মানসূচক ক্রেস্ট উপহার তুলে দেন সংগঠনের উপদেষ্টা লিটন সাহা, খোকন মজুমদার, সমীর দাস, অজ্ঞন দে, শুভ দাস এবং রাজীব দে। এরপর সেই আনন্দঘন মুহূর্তে মান্যবর প্রধান অতিথি পুলিশ সুপার তাঁর মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন। এক ঝাঁক তরুণের এই কর্মকা-কে তিনি আরও প্রসারিত করতে বলেন এবং সবসময় সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
পুলিশ সুপার বস্ত্র বিতরণে সহায়তায় নগদ অর্থ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়ে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেন। বক্তব্য শেষে তিনি একশ’টি বেলুন উড়িয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপাড়া কালীমন্দির কমিটির সভাপতি স্বপন কুমার দাস, দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন রক্তের গ্রুপ নির্ণয় পরিচালনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জয় মজুমদার, সদস্য সজিব দাস, সজল, বস্ত্র বিতরণ পরিচালনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুব্রত দাস, সদস্য সচিব মানিক দাস, কোষাধ্যক্ষ শুভঙ্কর চৌধুরী এবং সংগঠনের সহ-সভাপতি সজল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন দাস, প্রতিষ্ঠাতা সদস্য রাহুল দাস, খোকন কুড়ালী, অভিজিৎ দাস, সঞ্জিব দাস, শিপন ঋষি, দেবব্রত পাল, সাধারণ সদস্য গোপাল দাস ও রণজিত। রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন মোঃ ফজলে রাব্বি, মোঃ বাবুল মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টাম-লীর সদস্য খোকন মজুমদার।