মা ইলিশ নিধন
৭ জেলের এক বছর করে কারাদন্ড
মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরার অপরাধে আটক ১১ জেলের ৭ জনকে এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্ত বয়স হওয়ায় ৪ কিশোর জেলেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। ২০ অক্টোবর শনিবার বেলা ১২টায় চাঁদপুর হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি।
নৌ পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান, ১৯ অক্টোবর দিনে এবং রাতে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় ১১ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার মিটার কারেন্ট জাল। জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেেেটর নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।
১ বছর করে কারাদ-প্রাপ্ত জেলেরা হলো : সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মোঃ ছলেমান (৩৫), মোঃ জসিম আখন্দ (৪৮), মোঃ বাচ্চু পাটওয়ারী (২৮), জাকির হোসেন সরদার (৩০), মোঃ জাহাঙ্গীর হোসেন (২৫), মোঃ হাসান রাঢ়ী (২০) ও মোঃ আব্দুল হালিম শেখ (৫৮)। অর্থদ-প্রাপ্ত জেলেরা হলো : গোবিন্দিয়া এলাকার মোঃ মমিন গাজীর ছেলে জুম্মান গাজী (১৬), ছলেমান শেখের ছেলে মিলন শেখ (১৩), আবুল কালামের ছেলে হেলাল হাওলাদার (১৩) ও ছাত্তার শেখের ছেলে মোতালেব শেখ (১৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি জানান, দ-প্রাপ্ত জেলেদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক জেলেদের জরিমানার পরে মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। জব্দকৃত নৌকা নৌ-পুলিশ হেফাজতে রয়েছে।