• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব শুরু

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেবীর বোধনের মধ্য দিয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ বছর ফরিদগঞ্জে মোট ১৮টি ম-পে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
    উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা জানান, উপজেলা সদরের দুটি পূজা ম-পসহ প্রতিটি ম-পের সাজসজ্জা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পৃথকভাবে ম-প কমিটি ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবন্দের সাথে বৈঠকে বসে পূজাকে শান্তিপূর্ণ ও সুন্দর করতে সহযোগিতার আশ^াস দিয়েছে। থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী জানান, প্রতিটি ম-পে পুলিশ, আনসার-ভিডিপি ও কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পূজা ম-পের আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে।
    ফরিদগঞ্জ উপজেলার ১৮টি পূজা ম-প হলো : কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া, দাসপাড়া যুব সংঘ, কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, চান্দ্রা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির, সাহাপুর নবকিশোর সার্বজনীন দুর্গোৎসব, আলোনিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ হরিসভা, দক্ষিণ রূপসা সার্বজনীন দুর্গোৎসব, আইটপাড়া পশ্চিম বড়গাও সার্বজনীন দুর্গোৎসব, গুপ্টি সার্বজনীন দুর্গোৎসব, তা¤্রশাসন সার্বজনীন দুর্গোৎসব, আষ্টা সার্বজনীন দুর্গোৎসব, বাসারা সার্বজনীন দুর্গোৎসব, বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব, আষ্টা সার্বজনীন দুর্গোৎসব (বিনোদ বিহারী বাড়ি), শ্রী কালিয়া ও বৈচারতরী সার্বজনীন হরিসভা, দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, রূপসা শ্রী শ্রী সর্বমঙ্গলা সংঘ, খাঁড়খাদিয়া  সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব।

 

সর্বাধিক পঠিত