• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কোনোভাবেই কেউ ইলিশের গায়ে হাত দিতে পারবে না : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

আমার কাছে মনে হয়, অটোর বাড়ি চাঁদপুর : পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১০:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ অক্টোবর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সভার শুরুতে বিগত মাসের প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
    উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফ, শাহরাস্তি পৌরসভার মেয়র আঃ লতিফ, চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া পিপিএম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী প্রমুখ।
    এছাড়া চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর এনএসআই উপ-পরিচালক এবিএম ফারুক, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ মোঃ এনায়েত উল্লাহ বিএন, সদর ইউএনও কানিজ ফাতেমা পিএএ, কচুয়া ইউএনও নীলিমা আফরোজসহ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
    সভায় মা ইলিশ রক্ষা সংক্রান্ত টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পৃথকভাবে পরিচালনা অব্যাহত রাখা, মা ইলিশ রক্ষা কার্যক্রম জোরদার, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করা, রাস্তার পাশে স’ মিলের কাঠের গুঁড়ি রেখে সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি, শিশুদের দিয়ে গাড়ি চালানো বন্ধে পদক্ষেপ গ্রহণ, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মানুষের দুর্ভোগ লাঘবে ভাঙ্গা রাস্তার দ্রুত সংস্কার, রাস্তার পাশ থেকে সরকারি গাছ অবৈধভাবে কেটে নেয়ার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, বন্ধ সিএনজি স্টেশনগুলো সচল করার বিষয়ে তাগিদ দেয়া, শহরে অতিরিক্ত অটোবাইকের চাপ কমাতে সমন্বয় করে উদ্যোগ গ্রহণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করা, সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকা- বই আকারে ও ভিডিওচিত্রে ডকুমেন্টরী তেরি করা এবং সর্বশেষ সরকারের উন্নয়ন মেলার সফল সমাপ্তির বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
    জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ইলিশের প্রজনন মৌসুমের যে ক’টা দিন আছে, এ সময় কোনোভাবেই কেউ ইলিশের গায়ে হাত দিতে পারবে না। মা ইলিশকে আমাদের রক্ষা করতেই হবে। ২৪ ঘন্টাই প্রশাসন নদীর পাড়ে অবস্থান করবে। সাইবার ক্রাইম সম্পর্কে তিনি বলেন, ফেসবুকে সম্মানিত ব্যক্তিদেরকে নানাভাবে অসম্মান করা হচ্ছে। সাইবার ক্রাইম বন্ধ করতে চাঁদপুর থেকেও পদক্ষেপ নেয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীসহ শিশুদের ট্রেনের ছাদে উঠা বন্ধ করতে প্রয়োজনে মোবাইল কোর্ট করা হবে। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর এবং সবার কাছে উপভোগের হয় তা নিশ্চিত করা হবে।
    তিনি বলেন, এই ভূখ-ের মালিক আমরা। এই ভূখ- ও সমাজকে আমাদের সততা, দক্ষতা এবং ন্যায়ের মধ্য দিয়ে নেতৃত্বের গুণাবলি সম্পন্ন মানুষের দ্বারা পরিচালিত হতে হবে। তা না হলে যারা দুষ্ট লোক, অপশক্তিতে লিপ্ত আছে, তারাসহ স্বাধীনতার বিপক্ষের শক্তি বেশি সংগঠিত হয়ে উঠবে। কোনোভাবেই এটি হতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সরকারের সমস্ত শক্তি, মানুষের সমস্ত শক্তি দিয়ে সমস্ত ভাল কাজের আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই।
    পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ইলিশের প্রজনন রক্ষায় জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা কাজ করে যাচ্ছি। আমরা মাদকের বিরুদ্ধে অনেক অপারেশন করছি। আসামীও ধরা পড়েছে অনেক। আমি যত জেলায় চাকুরি করেছি, চাঁদপুরকে মনে হচ্ছে আইন-শৃঙ্খলার দিক থেকে বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে ভাল। তিনি বলেন, চাঁদপুরের ট্রাফিক ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে অটোবাইক। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর। কিন্তু আমার কাছে মনে হয়, অটোর বাড়ি চাঁদপুর। শহরে অটো আর অটো। আমাদের সবাইকে বিষয়টি নিয়ে বসতে হবে কীভাবে এই অটোবাইক নিয়ন্ত্রণ করা যায়। শহরের যানজট নিরসন প্রসঙ্গে এসপি বলেন, ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি আমাদের ট্রাফিক ব্যবস্থারও কিছুটা পরিবর্তন আনতে চাই। পাসপোর্ট করা নিয়ে দালালের দৌরাত্ম কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে পদক্ষেপ নেয়া হবে।
    জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এ নির্বাচন নিয়ে সাধারণত উত্তেজনার সৃষ্টি হয়। ২০১৪ সালে নির্বাচনে না এসে প্রতিহত করা, আন্দোলনের নামে নাশকতা করা, মানুষের জীবন কেড়ে নেয়া এসব আমরা আর দেখতে চাই না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। দেশের সংবিধান অনুযায়ী স্বাভাবিক ধারা অব্যাহত থাকবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, সরকার পরিবর্তন হবে। আইন-শৃঙ্খলা ব্যহত করতে নাশকতা কোনো অবস্থাতেই আমরা আশ্রয় বা প্রশ্রয় দেবো না। চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। এটা আরো উপরে নিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।


 

সূত্র : চাঁদপুর কন্ঠ

সর্বাধিক পঠিত