• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোমানের বাবার কবর জেয়ারত করে দিনের গণসংযোগ শেষ করলেন আমির আজম রেজা

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে এবারের নির্বাচনে আওয়ামী লীগের দুই মনোয়ন প্রত্যাশী হচ্ছেন অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও আমির আজম রেজা। এই দু’জনের মধ্যে একজন হলেন সাবেক গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের ছেলে, আর অপরজন হলেন সাবেক সংসদ সদস্য মরহুম রাজা মিয়ার ছেলে। নানা গুণের অধিকারী প্রয়াত এ দু’জনের মধ্যে যেমন ছিল গভীর সখ্যতা তেমনি ছিল জনকল্যাণের স্বার্থে নিজেদের রাজনীতি। একইভাবে রোমান ও রেজার সম্পর্কও রয়েছে ঠিক তেমনি। এ দু’জনই মনোনয়ন প্রত্যাশী হলেও নৌকার প্রশ্নে দুজনেরই একই কথা। দল যাকেই মনোনয়ন দেয় আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে ফরিদগঞ্জে এবারের নির্বাচনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করে ঘরে ফিরবো।
    প্রয়াত এ দুই সংসদ সদস্যের মধ্যে গভীর সম্পর্কের ঐতিহ্য হিসেবে গতকাল শনিবার দুপুরে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম রোমানের বাবার কবর জিয়ারত শেষে এদিনকার মতো গণসংযোগ শেষ করেন আরেক মনোনয়ন প্রত্যাশী আমির আজম রেজা। গত ক’দিন ধরে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় বিরতিহীনভাবে গণসংযোগ করে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী আমির আজম রেজা। পূর্বের ন্যায় গতকাল ১৩ আক্টোবর শনিবার বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা, নয়াহাট বাজার, মদিনা বাজার, আইলের রাস্তা, রামপুর, ফিরোজপুর ও গোয়ালভাওর বাজারে গণসংযোগ করেন।
    আমির আজম রেজা বলেন, আমার বাবা রাজা মিয়াকে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের জয় নিশ্চিত হলেও সে সময়ে মিডিয়া ক্যুর মাধ্যমে নৌকা প্রতীকের জয়ের ফলাফল ঘোষণা না পেয়ে আমার বাবা সে নির্বাচনের এক সপ্তাহ পর শোকে দুঃখে স্তব্ধ হয়ে এক পর্যায়ে মারা যান। যা আজও ফরিদগঞ্জের আওয়ামী লীগের মধ্যে ইতিহাস হয়ে রয়েছে। তিনি আরো বলেন, আমার বাবার আদর্শ বুকে ধারণ করেই তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্যই ফরিদগঞ্জবাসীর সেবা করার আশায় আমি নৌকা প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন নৌকা প্রতীকের ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছি। গণসংযোগের সময় তিনি দলীয় প্রধান শেখ হাসিনার ছবি সংযুক্ত আওয়ামী লীগের গত ১০ বছরের উন্নয়ন কাজের তথ্য সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন।  
    আমির আজম রেজার গণসংযোগের সময় তার সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত