হাইমচরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী
পুনরায় নির্বাচিত হলে হাইমচরে একটি অত্যাধুনিক ভাসমান হাসপাতাল করে দেবো : ডাঃ দীপু মনি এমপি
হাইমচরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, জনবান্ধব শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। হাইমচরবাসীকে উদ্দেশ্য করে ডাঃ দীপু মনি বলেন, আমি গত নির্বাচনের সময় আপনাদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা শতভাগ পূরণ করতে পেরেছি। শুধু প্রতিশ্রুতি নয়, এর বাইরেও অনেক উন্নয়নমূলক কাজ করেছি যা দৃশ্যমান। চাঁদপুর-হাইমচরের দুঃখ মেঘনার ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ বেহাল দশায় থাকা চাঁদপুর-হাইমচরের একমাত্র যোগাযোগ সড়কটিকে সংস্কার করে প্রশস্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, আমি হাইমচরের সর্বক্ষেত্রেই উন্নয়ন করেছি। আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হলে হাইমচরে একটি অত্যাধুনিক ভাসমান হাসপাতাল করে দেবো। যেখানে হাইমচরের চরাঞ্চলের মানুষ অতিসহজেই উন্নত চিকিৎসা সেবা পাবে। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে।
গতকাল ৬ অক্টোবর বেলা ২টায় হাইমচর উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালি, কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
এর পূর্বে সকাল ১০ টায় ডাঃ দীপু মনি গ-ামারা মোয়াজ্জেম হোসেন কলেজে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি এমপি, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, মোয়াজ্জেম হোসেন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও হাইমচর ইউএনও সমর কান্তি বসাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।