• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উত্তরে উন্নয়ন মেলা সফল করতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা। মেলায় মোট ৫০টি স্টল থাকবে।
    মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের মতলব উত্তর উপজেলা সংবাদদাতা মাহবুব আলম লাভলু, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর উপজেলা সংবাদদাতা শামসুজ্জামান ডলার, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের মতলব উত্তর প্রতিনিধি শহীদুল ইসলাম খোকন, দৈনিক যায়যায়দিনের মতলব প্রতিনিধি কামাল হোসেন খান, দৈনিক মানবজমিনের মতলব উত্তর প্রতিনিধি নূরে আলম নূরী, দৈনিক মতলবের আলোর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা প্রমুখ।
    মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার উন্নয়ন মেলাকে সফল ও স্বার্থক করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তিনদিনব্যাপী এ মেলায় থাকবে সভা ও বিনোদনের আয়োজন।