• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর এলাকায় সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আবদুল কুদ্দুছ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং কমপক্ষে ৫ জন আহত হন। গতকাল ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে শাহমাহমুদপুর জাফর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুছ হাজীগঞ্জ উপজেলার চিলাচোঁ গ্রামের শিলাবাড়ির মৃত সৈয়দুর রহমানের ছেলে।
    নিহতের ছেলে খোরশেদ আলম জানান, দুপুরে তার পিতা বাড়িতেই ছিলেন। প্রয়োজনীয় কাজে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা অপর সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে ওই এলাকার কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান তার পিতাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সর্বাধিক পঠিত