ফরিদগঞ্জে ইসকনের উদ্যোগে রাধাষ্টমীর ধর্মীয় আলোচনা
ইসকন সারাবিশ্বে সনাতন ধর্মের বাণী প্রচার করছে : সুভাষ চন্দ্র রায়
ফরিদগঞ্জে আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ (ইসকন)-এর সংগঠন শ্রী শ্রী হরেকৃষ্ণ রামহট্ট সংঘের উদ্যোগে শ্রীমতি রাধা ঠাকুরাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী মহোৎসব উদ্যাপিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় দু’ দিনব্যাপী এ উৎসবের প্রথমদিন গত রোববার বিকেলে কীর্তন মেলা, সন্ধ্যা ৬টায় সংকীর্তন সহযোগে গঙ্গা আবাহন। এরপর তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংগ আরতি। রাতে কৃষ্ণকথামৃত আলোচনা করেন হাজীগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ সুখময় কানাই দাসাধিকারী। পরে অধিবাস কীর্তনের পর লিখন সরকারের পরিচালনায় বৈদিক নৃত্য পরিবেশিত হয়।
সোমবার রাধাষ্টমীর অভিষেক, ভোগারতির পর শ্রীমতি রাধারাণীর মহিমা নিয়ে আলোচনা করেন ইসকন কচুয়া মন্দিরের পরিচালক শ্রীপাদ নিমাই হরিদাস ব্রহ্মচারী। পরে দুপুরে কয়েক হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাতে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী হরেকৃষ্ণ রামহট্ট সংঘের ফরিদগঞ্জ শাখার সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি লিটন কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর জেলা চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, ইসকন সারাবিশে^ আজ সনাতন ধর্মের বাণী প্রচার করছে। এই যুগের মহানাম হরেকৃষ্ণ.. প্রচার করছে। আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা। তিনি বলেন, প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষের কর্তব্য প্রতিদিন গীতা পড়া। তাহলে আমাদেরকে আর কোনো অসুর শক্তি রূপে থাকা সমাজ বিরোধীরা আঘাত করতে পারবে না। প্রতিদিন ন্যূনতম একটি শ্লোক পড়া উচিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কৃষ্ণ ঘোষ, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, হাজীগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ সুখময় কানাই দাসাধিকারী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সম্পাদক লিটন কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী হরেকৃষ্ণ রামহট্ট সংঘের ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শ্রী গুরু করুণানিধি দাস গনেশ।