মতলবে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং ও চলচ্চিত্র প্রদর্শনী
বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং মানবপাচার, অটিজম, মাদক, জঙ্গিবাদ ও তথ্য অধিকার বিষয়ে মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলামের সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিল। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মতলব কণ্ঠের সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, সমকাল প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন, মানবজমিন প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, ইত্তেফাক প্রতিনিধি মোঃ আকতার হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রবাহ প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা, ইলশেপাড় প্রতিনিধি মাহফুজ মল্লিক, চাঁদপুর কণ্ঠের সহ-সম্পাদক (অনলাইন) রেদওয়ান আহমেদ জাকির, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, এসটিভি প্রতিনিধি আঃ মান্নান খান, রূপসী কুমিল্লার চাঁদপুর প্রতিনিধি কাজী নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী রূপকল্প হিসেবে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা এবং মধ্য মেয়াদী পরিকল্পনা হিসেবে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হিসেবে ১০টি ক্ষেত্রকে চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলো হলো : একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশের মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হয়েছে।