জেলা পর্যায়ের বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়েছে চাঁদপুর পৌরসভা
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭। গতকাল রোববার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর সদর আসনের সাংসদ ডাঃ দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাঁদপুর সদর উপজেলা ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়েছে চাঁদপুর পৌরসভা ফুটবল দল। টুর্নামেন্টের আজকের খেলায় চাঁদপুর স্টেডিয়ামে দুপুর ২টা ৪০ মিনিটে খেলবে কচুয়া উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা এবং বিকেল ৪টা ২০ মিনিটে খেলবে ফরিদগঞ্জ উপজেলা ও হাইমচর উপজেলা।
গতকাল জাতির জনকের নামে জেলা পর্যায়ের উদ্বোধনী খেলা উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে সকাল থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা মাঠে এসে উপস্থিত হয়। সাথে সাথে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোও মাঠে উপস্থিত হয় তাদের স্ব স্ব কোচ ও কর্মকর্তাদের নিয়ে। উদ্বোধনী দিনে চাঁদপুর সদর ও পৌরসভার মধ্যে খেলা হওয়ায় দু’দলেরই দর্শক ও সমর্থক ছিলো মাঠে। দু’দলই দারুণ আক্রমণাত্মক খেলা খেলে। প্রথমার্ধে পৌরসভার কাছে সদর উপজেলা দল ১ গোল হজম করে। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে দু’দলই গোল দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠে। এর মধ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই পৌরসভা আরেকটি গোল দেয় এবং শেষ পর্যন্ত ৩টি গোল করে চাঁদপুর পৌরসভা দল। অপর পক্ষে সদর উপজেলা দল পৌরসভার জালে ১ বার মাত্র বল পাঠিয়েছে। দু’দলের মধ্যে চাঁদপুর পৌরসভার হয়ে গোল করেন তুষার, সবুজ, রিপন এবং সদরের পক্ষে একমাত্র গোলটি করেন সাইফুল ইসলাম।
দু’দলে অংশ নেয়া খেলোয়াড়রা হলো : চাঁদপুর সদর উপজেলা : সাইফ মাহমুদ, সাইফুল ইসলাম, রাহাত হোসেন, শরীফুল ইসলাম, মাহীম, আরিফুল, মিলন, রিয়াদ, মাইনুল, শুভ, হাসান, রাকিবুল, মুরাদ, মারুফ ও মাহবুব।
চাঁদপুর পৌরসভা : হিসাম, আব্দুল্লাহ, তরিকুল, মাইনুল, আশিকুর, সবুজ, ছাত্তার, তুষার, ইমরান, সুব্রত ও রিপন । খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারী সেলিম আহমেদ টুমু। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মাসুম, নুরে আলম ও মাসুদ হোসেন।