সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের বিশেষ উদ্যোগের আওতায় দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ
তরুণ প্রজন্মকে তাদের স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এ শ্লোগান নিয়ে সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের বিশেষ উদ্যোগে দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল। সনাক সভাপতি কাজী শাহাদাতের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আবিদা সুলতানা এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তর চাঁদপুরের সহকারী প্রোগ্রামার মোঃ হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, তরুণ প্রজন্মকে তাদের স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে। মাদক ও জঙ্গিবাদ বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এই মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, তরুণদেরকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত রাখতে হবে। সনাক-টিআইবি এমন একটি প্রতিষ্ঠান যারা দুর্নীতির বিরুদ্ধে দলবদ্ধভাবে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে থাকে। যেখানে দুর্নীতি থাকবে সেখানে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেকোনো উৎসব এবং যেকোনো অনুষ্ঠান আগামী প্রজন্মকে উজ্জীবিত করতে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে বিঘœ ঘটাচ্ছে দুর্নীতি। একমাত্র তরুণরাই পারে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে। আজকের তরুণরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তরুণরা তাদের ব্যক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ ও দেশের পরিবর্তন আনবে। একজন মানুষ হিসেবে যেহেতু সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে সেহেতু সেই দায়বদ্ধতা থেকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, তরুণদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এ ধরণের একটি সমাবেশ আয়োজন করার জন্য তিনি সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আবিদা সুলতানা বলেন, আমরা যখন আমাদের চাহিদাকে সংবরণ ও নিয়ন্ত্রণ করতে পারবো তখনই আমরা দুর্নীতি করা থেকে বিরত থাকতে পারবো। তিনি তরুণদের সততার সাথে কাজ করার আহ্বান জানান। দুর্নীতিবিরোধী আন্দোলন নিজ থেকেই শুরু করতে হবে। তাহলেই এ সমাজ ও দেশ হবে দুর্নীতিমুক্ত। তিনি বলেন, তরুণদেরকে ভালো মানুষ হওয়ার ও সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি দুর্নীতিবিরোধী কার্যক্রমে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের একটি সমাবেশ আয়োজন করার জন্য তিনি সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ অধিদপ্তর চাঁদপুরের সহকারী প্রোগ্রামার মোঃ হারুনুর রশিদ বলেন, সমাজ পরিবর্তন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনে তরুণদেরকেই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই এদেশ হবে দুর্নীতিমুক্ত। তিনি আরও বলেন, দুর্বার গতিতে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এগিয়ে যেতে হবে। তিনি দুর্নীতি বিরোধী বিভিন্ন ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আমাদের ভালো মানুষ হতে হলে জ্ঞান, দক্ষতা ও আচরণ এই তিনটির মধ্যে সমন্বয় থাকতে হবে।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি কাজী শাহাদাত আজকের এই সমাবেশে এসে তরুণরা যে শিক্ষা গ্রহণ করেছে তা ভবিষ্যতে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, নবীন-প্রবীণের সম্পৃক্ততাতেই এদেশ ও এ সমাজ হবে দুর্নীতিমুক্ত। নবীন-প্রবীণের যৌথ উদ্যোগেই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন আরও ত্বরান্বিত হবে। তোমরা তোমাদের বিবেক-বুদ্ধি দিয়ে এদেশের জন্য কাজ করবে। সনাক-চাঁদপুরের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি ১৫-২৭ বৎসরের তরুণদের সনাক-চাঁদপুরের ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইয়েস সদস্য মোঃ সজিব হোসেন বিজয় ও রতœা আক্তারের যৌথ সঞ্চালনায় সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য ডাঃ পীযূষ কান্তি বড়–য়া। সনাক সদস্যদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা ও সনাক সদস্য প্রফেসর মনোহর আলী। ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যদের উদ্বুদ্ধকরণ বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইয়েস সদস্য ব্যাংক কর্মকর্তা মোঃ তারেক হাসান পাটওয়ারী ও মোঃ ইলিয়াছ মজুমদার।
টিআইবির দুর্নীতিবিরোধী থীম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিতির জন্যে ৫জন অংশগ্রহণকারীকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন সনাক সদস্য ও ইয়েস-ইয়েস ফ্রেন্ডস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ আলমগীর পাটওয়ারী। টিআইবির কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন টিআইবি চাঁদপুরের এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। ইয়েসের দুর্নীতিবিরোধী কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন ইয়েস দলনেতা মোঃ আবু সালেহ। তরুণ সমাবেশে দুর্নীতি এবং ইভটিজিং বিরোধী একটি নাটিকা উপস্থাপন করেন ইয়েস গ্রপের সদস্যবৃন্দ। বিভিন্ন সংগঠন থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ আল আমিন, ফাতেমা আহমেদ তন্বী, রাসেল হাসান ও ইভা আক্তার। রম্য আবৃত্তি অভিনয়ের মাধ্যমে পরিবেশন করেন ইয়েস দলনেতা মোঃ আবু সালেহ। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫জনকে সনাক চাঁদপুরের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের ২৫টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সনাক-চাঁদপুরের সদস্যবৃন্দ, ইয়েস-ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবির কর্মীবৃন্দ।