• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি এমপির উন্নয়নের আরেকটি চিত্র

১৮ বছর পর ফ্লাটফর্মসহ স্টেশন ভবন পেলো চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২০০১ সালে মেঘনা-ডাকাতিয়ার ভয়াবহ ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয় ব্রিটিশদের তৈরি প্রায় দুইশ’ বছরের প্রাচীন চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন। পরে সে বছরের ১৯ সেপ্টেম্বর স্থান পরিবর্তন করে আগের জায়গা থেকে সরিয়ে পূর্বদিকে এনে অস্থায়ীভাবে ট্রেন চলাচল পরিচালনা করা হয়। দীর্ঘ ১৮ বছর যাবৎ অস্থায়ী সেই স্টেশনের ছিলো না কোনো ফ্লাটফর্ম ও স্টেশন ভবন।
    নদী ভাঙ্গনের দীর্ঘ ১৮ বছর পর ফ্লাটফর্মসহ নতুন স্টেশন ভবন পেলো চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন। এটির নির্মাণ কাজ প্রায় শেষ। গত ক’দিন যাবৎ নবনির্মিত চাঁদপুরের প্রধান রেল স্টেশন ভবনে যাত্রীসাধারণ অবস্থান নিয়ে ড্যামু, সাগরিকা, মেঘনা এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনে করে নিয়মিত চলাচল করছে। দীর্ঘ বছর পর এ উন্নয়নটি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনির ধারাবাহিক উন্নয়ন কর্মকা-েরই আরেকটি চিত্র হিসেবে দেখছেন চাঁদপুরবাসী।
    সহকারী স্টেশন মাস্টার শিমূল চন্দ্র মজুমদার ও বুকিং সহকারী আঃ ছালাম সরকার জানান, নতুন স্টেশন  ভবন বর্তমান সরকারের আমলে চাঁদপুরবাসী পেয়েছে। পুরো কাজ শেষ হলে আমরা নতুন ভবনে চলে যাব। অস্থায়ী থেকে স্থায়ীভাবে যেটুকু ফ্লাটফর্মসহ স্টেশন ভবন পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট। যাত্রীদের আর খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না।