হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জের বিদায় ও বরণ
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদুল ইসলামের বদলিজনিত বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনিকে বরণ করে নেয়া হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে থানা পুলিশের আয়োজনে থানার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আফজাল হোসেন।
থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপ্রধানে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম হাফেজ মোঃ মাহফুজুর রহমান। এরপরেই নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, থানার অফিসারদের পক্ষে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম হাসান মাহমুদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায়ী ও যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, আহসান হাবীব, থানার উপ-পরিদর্শক মোঃ খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মাইনউদ্দিন আহমেদ, সামছুজ্জামান, জসিমউদ্দিন, হাসান মাহমুদসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।