চাঁদপুরজমিনের সভায় রোকনুজ্জামান রোকন
আমাদের পত্রিকার কেউ যদি মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
দৈনিক চাঁদপুরজমিন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা গতকাল শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তা বাজারস্থ চাঁদপুরজমিন টাওয়ারে অবস্থিত পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি তাঁর বক্তব্য বলেন, সাংবাদিকতা পেশায় এখন অনেক আধুনিকতা এসেছে। এ পেশায় আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একজন সাংবাদিক তার জীবনকে অনেক সুন্দর করতে পারেন, আর এজন্যে সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, যাঁরা সমাজের জন্যে ভালো কাজ করেন, তাঁদের কাজের সফলতা তুলে ধরতে হবে। গরিব-অসহায় মানুষের জন্যে কাজ করতে হবে। তাহলেই অন্যরা ভালো কাজে উৎসাহিত হবেন এবং এগিয়ে আসবেন। আর এ ধরনের কাজ অব্যাহত থাকলে আমাদের একটি সুন্দর সমাজ ও পরিবেশ সৃষ্টি হবে। আসুন, আমরা সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করি।
তিনি আরো বলেন, সমাজে বিভিন্ন স্তরে মাদক ভয়াল রূপ ধারণ করেছে। আমার এলাকা বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাদকের ব্যবসা জমজমাট হয়ে উঠছে। বিশেষ করে নানুপুর চৌরাস্তা হতে সাহেব বাজার পর্যন্ত বিকেল থেকে সারারাত পর্যন্ত মাদকের হাট বসে। বিভিন্ন উপজেলাসহ চাঁদপুর শহর থেকে মাদকসেবীরা এসে এখানে যোগ দেয়। গ্রামের খেটে খাওয়া দিনমজুরের সন্তানদেরকে মাদক ব্যবসায়ীরা টার্গেট করে তাদের দিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বেচা-কেনা করাচ্ছে। আর শহর থেকে আসা বড় বড় নেতারাসহ এলাকার নেতারা থাকেন ধরা-ছোঁয়ার বাইরে। যদি মাদকের সাথে জড়িত কেউ ধরা পড়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে, তখন কমিউনিটি পুলিশিং নেতারাসহ গডফাদাররা তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্যে সব ব্যবস্থা করেন। মাদক ব্যবসায়ীরা প্রশাসনের কাছাকাছি ও জনপ্রতিনিধিদের কাছাকাছি গিয়ে তাদের সাথে ছবি তুলে পত্রিকাসহ ফেসবুকে পোস্ট দেন। তাই এ ব্যাপারে চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তীক্ষè নজর দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি। মাদক ব্যবসায়ীদের সাথে কিছু নামধারী সাংবাদিক রয়েছেন বলেও তিনি বলেন। আমাদের পত্রিকার সাথে জড়িত কেউ যদি মাদক এবং মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভা সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা শওকত আলী, মুনওয়ার কানন, স্টাফ রিপোর্টার গাজী মোঃ ইমাম হোসেন, মিজানুর রহমান মঞ্জু, মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসীন।
মতবিনিময় সভাশেষে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকায় কর্মরত সাংবাদিকরা।