• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সম্পাদক পরিষদের সাথে নবাগত পুলিশ সুপার জিহাদুল কবিরের মতবিনিময়

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’-এর সাথে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, আমি স্বচ্ছতার সাথে কাজ করতে বিশ্বাসী। সাংবাদিকসহ সকল পর্যায়ের মানুষের জন্যে আমার অফিস সবসময় উন্মুক্ত থাকবে। আমার পুলিশিং ব্যবস্থা থাকবে জনবান্ধব। চাঁদপুরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যা যা করা দরকার আমি করে যাবো। এজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    উপস্থিত ছিলেন জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের অন্যতম উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সংগঠনের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক এমকে এরশাদ, চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাসেল গাজী প্রমুখ।
   

সর্বাধিক পঠিত