• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিলগালার ১৮ ঘণ্টা পর খুলে দেয়া হলো ফয়জুন্নেছা দাতব্য চিকিৎসা কেন্দ্রের বহির্বিভাগ

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া উপজেলায় হালিমা বেগম (৩৫)-নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তার  বড় ভাই আবুল কালাম গত রোববার (২ সেপ্টেম্বর)  কচুয়া থানায়  একটি মামলা দায়ের করেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) হালিমা ও তার সন্তানের মৃত্যুর জন্যে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে সচেতন নাগরিকের ব্যানারে কচুয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার  মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এর প্রেক্ষিতে সোমবার রাতে চাঁদপুরের সিভিল সার্জন কচুয়ার মিয়ার বাজার হাশিমপুরে অবস্থিত ফয়জুন্নেছা দাতব্য চিকিৎসা কেন্দ্রটি সরজমিনে এসে সিলগালা করে বন্ধ করে দেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলগালার ১৮ ঘণ্টা পর দাতব্য চিকিৎসা কেন্দ্রের ওটি ও অন্তঃবিভাগের কার্যক্রম বন্ধ রেখে বহির্বিভাগ খুলে দেয় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম। তবে সিলগালার ১৮ ঘণ্টা পর পুনরায় কেনো দাতব্য চিকিৎসালয়টি খুলে দেয়া হলো তার সদুত্তর দিতে পারেননি তিনি।