• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ‘ফলদ বৃক্ষ মেলা’র উদ্বোধন

আমরা আমাদের খাদ্যে ও ফলে স্বয়ংসম্পূর্ণতা বজায় রেখেই এগিয়ে যাবো

------দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল ০১ আগস্ট শনিবার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৮’ উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
    উদ্বোধনকালে তিনি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকার ভর্তুকিসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে ফলদ ও বনজ গাছ লাগানোর জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের আগে যে খাদ্যের অভাব ছিলো, তা এখন আর নেই। আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে আমরা এ সফলতা অর্জন করেছি। আমাদের জনসংখ্যা বাড়ছে, কৃষি জমির পরিমাণ কমেছে। তারপরও বাংলাদেশ কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।
    মন্ত্রী বলেন, আগে ফলসহ বিভিন্ন ফসলের স্টক বিদেশ থেকে আনা হতো, এখন আমরা নিজেরাই তৈরি করছি। এটা সম্ভব হয়েছে আমাদের গবেষণা ও আধুনিক প্রযুক্তি গ্রহণের কারণে। খাদ্যে পুষ্টির ব্যাপারে বিশেষ নজর দেয়ার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে এখনো যথেষ্ট পুষ্টির অভাব রয়েছে। আমাদের নতুন প্রজন্ম তাদের উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে এ পুষ্টি চাহিদা পূরণ করবে। আমরা আস্তে আস্তে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি। আমরা আমাদের খাদ্যে ও ফলে স্বয়ংসম্পূর্ণতা বজায় রেখেই এগিয়ে যাব। আমাদের প্রচলিত ফলের উন্নয়নের মাধ্যমে ফলের সরবরাহ সারা বছর নিশ্চিতকরণে কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
    তিনি আরো বলেন, বিএনপি বিদেশীদের দরজায় দরজায় ধর্ণা দিয়েছে, কোনো ফল পায়নি। লন্ডনে তারেক জিয়ার সাথে গোপন বৈঠকেও কোনো লাভ হয়নি। জ¦ালাও-পোড়াও আন্দোলনেও কোনো ফল আসেনি। ছাত্র আন্দোলনে ষড়যন্ত্র করেও কোনো লাভ হয়নি। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়ে গেছে। তারা বুঝে গেছে রাজনৈতিক দল হিসাবে টিকে থাকতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই।
    উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারেরর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমীন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম খালেকুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহীদুল ইসলাম, মন্ত্রীর এপিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের প্রবীণ নেতা ওয়ালিউল্যাহ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজী রুহুল আমীন, উপজেলা কৃষকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সভাপতি তোফায়েল সরকার প্রমুখ।
    এবারের ফলদ বৃক্ষ মেলা ১ থেকে ১০ সেপ্টেম্বর ১০ দিনব্যাপী। মেলার আয়োজকরা কৃষকদের বেশি করে দেশী ফলের চারা লাগানোর জন্য পরামর্শ দেন। মোট ১২টি স্টল নিয়ে মেলা শুরু হয়েছে।
    মেলায় বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা উঠেছে। এরমধ্যে উন্নতমানের দেশী উচ্চ জাতের আম, পেয়ারা, জাম্বুরা, লেবু, ডালিম, করমচা, লটকন, আতা, লিচুসহ প্রায় ৪০-৫০ জাতের ফল গাছের চারা দেখা যায়।

 

সর্বাধিক পঠিত