• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রী বরাবর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৮, ০১:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
    গতকাল ৩০ আগস্ট সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরীসহ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। এ সময়  উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, চাঁদপুর  জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন সরকার, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, তপন চন্দ, গৌতম পোদ্দার, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, হাইমচর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার,  জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডঃ সুমন দেবনাথ রাজুসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।  
    নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করে বলেন, গত ২০১৮ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পরিপত্রে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ২০০১-এর ২২ (৩) ধারার বিধান বিদ্যমান থাকাবস্থায় এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন স্মারকে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের উপযুক্ত নির্দেশনা থাকার পরও জেলা প্রশাসকগণ প্রতিনিয়ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে রীট দায়েরের জন্যে আইন বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে প্রস্তাব প্রেরণ করছেন। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন ও বিধি বহির্ভূতভাবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে রীট দায়েরের জন্যে প্রস্তাব প্রেরণ করায় আইনগত জটিলতার সৃষ্টি হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। নেতৃবৃন্দ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের দ্রুত বাস্তবায়নে অতীতের মত জেলা প্রশাসকের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।