• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে সনাক ও টিআইবির আয়োজন

দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৮, ০১:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এ শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ও টিআইবির আয়োজনে গতকাল ৩০ আগস্ট দুপুর ২টা ২০ মিনিটে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাশেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সনাকের সাবেক আহ্বায়ক ও সদস্য প্রফেসর মনোহর আলী বলেন, এদেশকে যদি আমরা ভালোবাসি, এ দেশের প্রতি যদি আমাদের কোনো দায়িত্ব থাকে তা আমরা অবশ্যই পালন করবো। তোমরা শুধু নিজের জন্যে নয়, এদেশের জন্যে নিজেকে নিয়োজিত রাখবে। দুর্নীতিমুক্ত জীবনযাপন করে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। তিনি আরও বলেন, আজকের এ ভিডিও ড্রামার মাধ্যমে তোমরা আজ যা কিছু শিখেছ তা তোমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কাজে লাগাবে-এ প্রত্যাশা করছি। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্যে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
    সনাক সদস্য ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আব্দুল মালেক বলেন, আজকে এ ভিডিও ড্রামা থেকে তোমরা যা শিখলে তা অবশ্যই তোমাদের কাজে আসবে। তোমরা চাঁদপুরের একটি ভালো বিদ্যালয়ের ছাত্র। তাই তোমাদের এক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তোমাদের সচেতন থাকতে হবে। তোমাদের পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি এ ভিডিও ড্রামাটি প্রদর্শনীর সুযোগ করে দেয়ার জন্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
    টিআইবির রাজন চন্দ্র দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ মানিক হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আফছার মাহমুদ খান ও মোঃ আকাশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাক সদস্য মোঃ আব্দুল মালেক। কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন ইয়েস সহ-দলনেতা তাসমিয়াহ রহমান দিপা। কুইজ প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো : ৯ম শ্রেণির স্বপ্ননীল দত্ত, আয়মান মিজি ও সৈকত তালুকদার এবং  ১০ম শ্রেণির আকাশ প্রদীপ রায় চৌধুরী, ইয়াছিন আরাফাত ও মোঃ ফারুক হোসেন।
    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।