• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঘাসফড়িং সামাজিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৮, ০১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘শুভ কাজে সবার পাশে’ এ স্লোগান নিয়ে ঘাসফড়িং সামাজিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় গত ২২ আগস্ট বুধবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঞ্জয় দাস সুমন, হেড অফ ব্রাঞ্চ (ব্যাংক এশিয়া) হাজীগঞ্জ শাখা, চাঁদপুর। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সজিব দাস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শোকের মাসের প্রতি শ্রদ্ধা রেখে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ব্যাজ পরিয়ে দেন সংগঠনের সভাপতি। সংগঠনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লিটন সাহা, খোকন মজুমদার, অঞ্জন দে, শুভ দাস, রাজিব দে, সাধারণ সম্পাদক রনজিৎ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন দাস, কোষাধ্যক্ষ সুব্রত দাস, প্রতিষ্ঠাতা সদস্য সজল দাস। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রতিষ্ঠাতা সদস্য আরকে রাজু।  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সজল দাস, প্রচার সম্পাদক শুভঙ্কর চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ সনজিৎ দাস, প্রতিষ্ঠাতা সদস্য রাহুল দাস, শিপন ঋষি, দেবব্রত পাল, খোকন কুড়ালী (খোকা), জয় মজুমদার, বিপুল দাস, মানিক দাস, জয়দেব দাস, অভিজিৎ দাস ও সাধারণ সদস্য রনজিৎ দাস।
    সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথি বলেন, তিনি এ সংগঠনের তিন বৎসরের কার্যক্রমে অভিভূত। তিনি সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টা পরিষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সংগঠনের যেকোনো প্রয়োজনে সংগঠনের পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি নিজের রক্তের গ্রুপ উল্লেখ করে সংগঠনের রক্তদান কর্মসূচিতে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অতঃপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
   

সর্বাধিক পঠিত