জগতপুর সপ্রাবিতে সততা স্টোর উদ্বোধন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, স্বাবলম্বী জীবন গড়ার ও সততাবোধ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৯ আগস্ট বুধবার উপজেলার ১০১নং জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরণ স্বল্পমূল্যে পাওয়ার জন্যে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনছুর, ইউআরসির ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রধান শিক্ষক শিপ্রা রাণী চৌধুরী প্রমুখ।
উদে¦াধক উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, সততা স্টোর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দের পণ্য কিনে সামনে রাখা ক্যাশবক্সে টাকা রেখে যাবে। এ সততা স্টোর চালুর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ন্যায্যমূল্যে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে অন্যদিকে তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও সততাবোধ সৃষ্টি হবে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রাণী চৌধুরী বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে আসা-যাওয়া করায় একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হয়, পাশাপাশি রাস্তা পার হয়ে দোকানে আসা-যাওয়া করায় দুর্ঘটনারও আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনা করে বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নিজস্ব অর্থায়নে সততা স্টোর খোলা হয়েছে।