লঞ্চের চাপায় যুবকের মৃত্যু
চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চ থেকে লাফিয়ে নামার সময় ২ লঞ্চের মাঝখানে পড়ে নজরুল ইসলাম ওরফে রবিউল (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল পিরোজপুর জেলার রাঙ্গাবালি এলাকার আব্বাছ চৌকিদারের ছেলে।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানান, বুধবার বিকেলে লাশ ময়না তদন্ত শেষে তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এমভি জাহিদ-৮ নামক লঞ্চটি পিরোজপুরের রাঙ্গাবালি থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে ভিড়ছিলো। ওই সময় রবিউল লঞ্চ থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তখন জাহিদ-৮ লঞ্চটি ঘাটে ভিড়তে গেলে অপর রফরফ লঞ্চের চাপায় পড়েন রবিউল। তার মাথায় ও শরীরে মারাত্মক আঘাত লাগে। পরে লঞ্চঘাটের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ কর্মকর্তা আরো জানান, নিহত রবিউল ঘটনার সময় চট্টগ্রামে ট্রেনের যাওয়ার জন্যে দ্রুত নামার চেষ্টা করে। কারণ ৫টায় চট্টগ্রামের মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে ছেড়ে যায়। পিতা-মাতা আসলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।