• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুহৃদ সমাজের ‘৩৩৩’-এর প্রচারাভিযান উদ্বোধন

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় তথ্য বাতায়নের সকল তথ্য ও সেবা পাওয়ার জন্য ৩৩৩ নম্বরে কল করে সেবা গ্রহণের জন্যে জনগণকে উদ্বুদ্ধকরণে ‘৩৩৩’- এর ব্যাপক প্রচারাভিযানের লক্ষ্যে রোববার সকাল ১০টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে শাহরাস্তির সামাজিক সংগঠন সুহৃদ সমাজের উদ্যোগে প্রচারাভিযান কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম। পরবর্তীতে সকাল ১১টায় কার্যক্রমে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওসমান গণি পাটওয়ারী।
    সুহৃদ সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য বাকী বিল্লাহ উপম পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হাসিবুজ্জামান পাটওয়ারী হাসিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ কাইয়ুম খন্দকার ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান পরান।
    এ সময় আরো উপস্থিত ছিলেন সুহৃদ সমাজের সাধারণ সম্পাদক মোঃ তানজিজুল আজিজ রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ লেয়াকত হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান ভূঁইয়া লিটন, সদস্য দিদারুল আলম তানভীর প্রমুখ।