• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

দেশের জন্যে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য বুকের তাজা রক্ত দিয়েছেন

----ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ০১:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইন রক্তদাতা গোষ্ঠী জীবনদীপ ও মানব উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপ্রধান ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মুনিরা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি বলেন, দেশের জন্যে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য বুকের তাজা রক্ত দিয়েছেন। যারা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে সেসব হত্যাকারীকে ধিক্কার জানাই। এখন জীবনদীপ অনলাইন রক্তদাতা গোষ্ঠী হয়েছে। আমাদের সময় এ ধরনের সংগঠন ছিলো না। রক্ত রিজার্ভ করার মতো ভালো ব্যবস্থাও ছিলো না। আমাদের সময় রক্তদাতা তারাই ছিলো যারা দু বেলা দু মুঠো ভাত খেতে পারতো না। যারা বিভিন্ন নেশা করতো তারাই স্বেচ্ছায় রক্তদান করতো। জরুরিভাবে তাদেরকেই পাওয়া যেতো। আমি নিজেও রক্তদাতা ছিলাম। প্রতি ৪ মাস পর পর রক্ত দিতাম। রক্ত দিলে মানুষের কোনো ক্ষতি হয় না। রক্তের কণিকার বয়স ১২০ দিন। এরপরে আবার নতুন রক্ত তৈরি হয়। আপনারা নিজেরা রক্ত দিবেন, অন্যদের সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্যে যে আন্দোলন করেছে সেই নিরাপদ সড়ক আমরাও চাই। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকে সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিলো। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে জেব্রাক্রসিং দেয়া হয়েছে। এখন দেখি জেব্রাক্রসিংয়ের বাইরে দিয়ে শিক্ষার্থীরা হাঁটে। তিনি বলেন, তোমরা শিক্ষার্থীরা পথ দেখিয়েছো আর তোমরা জেব্রাক্রসিংয়ের বাইরে দিয়ে হাঁটলে আন্দোলন করলে কেনো? মোটরসাইকেল চালকদের সাথে যারা থাকবেন তারাও মাথায় হেলমেট পরবেন। গাড়ির চালকরা সতর্কভাবে গাড়ি চালাবেন। প্রাপ্ত বয়স্ক নয় এমন কেউ চালকের হাতে গাড়ি দিবেন না।
    চাঁদপুর সদর উপজেরা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, সিভিল সার্জন ডাঃ সাইদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জীবনদীপ অনলাইন রক্তদাতা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ প্রমুখ।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

 

সর্বাধিক পঠিত