• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি ৩)-এর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ০০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি ৩)-এর জেলা সমন্বয় সভা (ডিসিসি) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও সচিবগণের সাথে মতবিনিময় এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল হাসান সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল ইসলাম হাবিব, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, তাজুল ইসলাম মিজি, ইউপি সচিব এমএ কুদ্দুছ খোকা প্রমুখ। এলজিএসজি-৩-এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এসএম শাহরিয়ার রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিবগণ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার এ প্রকল্পের মাধ্যমে ১০% অর্থ বরাদ্দ দিচ্ছে। সেই অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। নিজ নিজ ইউনিয়নে দেখার জন্য নান্দনিক কাজ বের করে দেশের উন্নয়ন নিশ্চিত করেন। সমস্ত কথার এক কথা, দেশপ্রেম, স্বচ্ছতা এবং জবাবদিহীতা। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করা। তিনি আরো বলেন, আমরা অষ্ট্রেলিয়া, আমেরিকা হতে চাই না। আমরা সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য স্বাস্থ্য সম্মত দেশপ্রেম সমৃদ্ধ স্বাধীনতার চেতনা ধারন এবং বহন করবে এমন একটা জাতি চাই।

সর্বাধিক পঠিত